Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

জালে ধরা পড়লো অজগর, গুজব ছড়াচ্ছে রাসেলস ভাইপারের! নেত্রকোনা

জালে ধরা পড়লো অজগর, গুজব ছড়াচ্ছে রাসেলস ভাইপারের!

সারাদেশে এখন আতংক ও আলোচনায় বিষধর সাপ রাসেলস ভাইপার। দেশের বিভিন্ন স্থানে মানুষের মাঝে এই সাপের আতংক বিরাজ করছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে এই সাপ নিয়ে চলছে ব্যাপক আলোচনা। কিন্তু এবার নেত্রকোনার দুর্গাপুরেও রাসেলস ভাইপার সাপ দেখা দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) গুজব ছড়ানোর ঘটনা ঘটেছে।

দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া উত্তরপাড়া গ্রামে রাসেলস ভাইপার সাপের দেখা মিলেছে এমন ছবি ও লিখা শুক্রবার (২১ জুন) দুপুর থেকে বেশকয়েকটি ফেসবুক আইডিতে প্রচারিত হয়। এসব পোস্ট দ্রুত ছড়িয়ে পড়লে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। রমজান নামক এক ব্যাক্তির মাছ ধরার জালে আটকা পরার পর তিনি সাপটিকে পিটিয়ে হত্যা করেন। অত্র অঞ্চলে সর্বস্তরের জনগণকে সাবধানে চলাফেরা করার সতর্ক বানীও জানানো ওই আইডি থেকে।

ওই গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের গ্রামে রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে এমন ঘটনা কেউ শুনেননি। তবে অজগর সাপ জালে ধরা পরেছে, ওটা রাসেলস ভাইপার নয়।

রশিদ নামের এক ব্যক্তি বলেন, যারা এই অপপ্রচার চালাচ্ছে, তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে মানুষের মনে আতংক সৃষ্টি করা মোটেও কাম্য নয়।

স্থানীয় পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় সেচ্ছাসেবী সংগঠনের সভাপতি রিফাত আহমেদ জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে হাফেজ আব্দুল মালেক নামের একটি ফেসবুক আইডির পোস্টে দুর্গাপুর উপজেলার চন্ডিগড় ইউনিয়নের ফেচিয়া প্রামে রাসেলস ভাইপারের হত্যার বিষয়টি নজরে এলে যাচাই করে দেখা গেছে বিষয়টি পুরোই ভিত্তিহীন ও গুজব। মূলত এটি একটি অজগর সাপ। দুর্গাপুরে এখন পর্যন্ত রাসেলস ভাইপার সাপের দেখা মেলেনি। ওই গুজবে কান না দেওয়ার জন্য সকলকে অনুরোধ জানান তিনি।

এ নিয়ে চন্ডিগড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এমদাদুল হক এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলেছি ওই এলাকায় রাসেলস ভাইপার সাপ ধরার কথা সত্যি না। ঘটনাটি গুজব এতে কান না দেয়ার জন্য সকলকে অনুরোধ জানাই।

এ নিয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এম রকিবুল হাসান বলেন, দুর্গাপুরে রাসেল ভাইপার সাপের দেখা মেলার ঘটনাটি সঠিক নয়। যারা এ ধরনের গুজব ছড়াচ্ছে তাদের সনাক্ত করে ব্যবস্থা নেওয়া হবে।