Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

ছাতকে অসহায় মানুষের মধ্যে খেলাফত মজলিসের ত্রাণ সামগ্রিক বিতরণ সুনামগঞ্জ

ছাতকে অসহায় মানুষের মধ্যে খেলাফত মজলিসের ত্রাণ সামগ্রিক বিতরণ

সুনামগঞ্জের ছাতকে বন্যা পরবর্তী বানবাসী অসহায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে খেলাফত মজলিস পৌর শাখার উদ্যোগে  ও  যুক্তরাজ্য দক্ষিণ খেলাফত মজলিসের সহ সাধারণ সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলামের অর্থায়নে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। পৌর সভার ৭,৮ ও ৯ নং ওয়ার্ড উপজেলার ইসলামপুর ইউনিয়ন, নোয়ারাই ইউনিয়ন, কালারুকা ইউনিয়ন ও সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে এ ত্রাণ সামগ্রী  বিতরণ করাহয়। 

রোববার  দুপুরে শহরের অস্থায়ী কার্যালয়ে পৌর খেলাফত মজলিসের সাধারণ সম্পাদককে এম সোলাইমান আহমদের পরিচালনায় ও সভাপতি আলহাজ্ব মাওলানা জহির আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সভাপতি শায়েখ মাওলানা ইমাম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস যুক্তরাজ্য দক্ষিণ শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, জেলা সহ-সভাপতি ও ত্রাণ কমিটির প্রধান আলহাজ্ব মাওলানা আকিক হোসাইন।আরোও বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের বায়তুল মাল সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত।

এ সময় সভায় উপস্থিত ছিলেন মাওলানা এখলাছুর রহমান, হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা আহাদ আহমদ, মাওলানা ফখরুল আমিন, হাফিজ আবুল হোসেন ইনু, মাওলানা মঞ্জুরুর রহমান চৌধুরী, শাহ আলম,আব্দুল হামিদ, শাবলিক আহমদ, মাওলানা আব্দুস সালাম, মাওলানা দিলোওয়ার, শামীম আহমদ, মাওলানা জুবায়ের আহমদ, উপজেলা ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক  হাফিজ নাজমুল ইসলাম প্রমূখ।

সভার শুরুতে পবিত্র কোরআান থেকে তেলাওয়াত করেন হাফিজ মাওলানা উমায়রুল ইসলাম। ত্রাণ বিতরণের আগে প্রধান বক্তা যুক্তরাজ্য দক্ষিণ খেলাফত মজলিসের সহ- সাধারণ সম্পাদক মাওলানা তায়ীদুল ইসলামকে পৌর খেলাফত মজলিসের পক্ষ থেকে ফুল দিয়ে বরন করা হয়। সভায় বক্তারা বলেন বাংলার জমিনে খেলাফত প্রতিষ্টার লক্ষ্য সকলকে এগিয়ে আসতে হবে। সকল দূর্যোগ দুর্বিপাকে অসহায় মানুষের পাশে খেলাফত মজলিসের কর্মিরা ঝাপিয়ে পড়তে হবে।