Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ আন্তর্জাতিক

শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সৌজন্য সাক্ষাৎ

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমাসিংহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১০ জুন) ভারতের নয়াদিল্লির আইটিসি মৌর্য হোটেলে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। নয়াদিল্লিতে আলাপকালে এই সকল তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

তিনি জানান, শ্রীলঙ্কার রাষ্ট্রপতির সাথে সাক্ষাতে ২ দেশের মধ্যে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলাপ হয়েছে। শ্রীলঙ্কার চরম অর্থনৈতিক ক্রান্তিকালে বাংলাদেশের সহায়তার জন্য রনিল বিক্রমাসিংহে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছেন। এ সময় কৃষিখাতে বাংলাদেশের প্রযুক্তি এবং পর্যটনখাতে শ্রীলঙ্কার দক্ষতা ও বিনিয়োগগত সহযোগিতা নিয়ে আলোচনা করা হয়।