Opu Hasnat

আজ ১৯ জুন বুধবার ২০২৪,

দ্বিতীয় ধাপের উপজেলা ভোট গ্রহণ শেষে চলছে গণনা জাতীয়

দ্বিতীয় ধাপের উপজেলা ভোট গ্রহণ শেষে চলছে গণনা

শেষ হলো ষষ্ঠ উপজেলা পরিষদের দ্বিতীয় ধাপের নির্বাচন। এখন চলছে গণনা। মঙ্গলবার (২১ মে) ১৫৬ উপজেলায় সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়, যা শেষ হয় বিকেল ৪টায়।

বড় কোনো সহিংসতা ছাড়াই ভোট গ্রহণ শেষ হলেও কারচুপির চেষ্টা, মারামারির মতো ঘটনাও ঘটেছে বিভিন্ন এলাকায়। এতে ভোটগ্রহণ কর্মকর্তাসহ কয়েকজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে।

ইসি সচিব মো. জাহাংগীর আলম তিনটার দিকে জানিয়েছিলেন, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে সিরাজগঞ্জ সদর উপজেলায় এক আনসার সদস্য হার্ট অ্যাটাকে মারা গেছেন। ১৮টির মতো বিশৃঙ্খল ঘটনা ঘটার কথাও জানিয়েছিলেন তিনি।

ইসি সচিব আধাবেলায় ১৭ শতাংশ ভোট পড়ার তথ্য জানিয়ে দুপুরের পর ভোটের হার বাড়ার আশাও করেছিলেন।

দ্বিতীয় ধাপে ১৫৬ উপজেলায় সংখ্যা ১৩ হাজার ১৬টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে। এতে তিন কোটি ৫২ লাখ চার হাজার ৭৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন।