Opu Hasnat

আজ ২২ মে বুধবার ২০২৪,

সৈয়দপুরে মা ও মেয়ের একসাথে এসএসসি পাস! নীলফামারী

সৈয়দপুরে মা ও মেয়ের একসাথে এসএসসি পাস!

নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সংরক্ষিত আসনের কাউন্সিলরর ও প্যানেল মেয়র-৩ সাবিয়া সুলতানা ও তার মেয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এক সাথে পাশ করেছেন। প্রকাশিত ফলাফলে মা প্যানেল মেয়র সাবিয়া সুলতানা পেয়েছেন জিপিএ-৩.৬৪ ও মেয়ে মোহিনী পেয়েছেন ৩.৫০ পয়েন্ট। মা অংশ অংশ নেন আসমতিয়া মাদ্রাসা হতে ও মেয়ে অংশ নেন শহরের ইসলামিয়া স্কুল থেকে।

আসলে তারা প্রমাণ করেছে শিক্ষার কোন বয়স নেই। উভয়কে অনেক অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ।