Opu Hasnat

আজ ২২ মে বুধবার ২০২৪,

লন্ডনের ‘মাইল এন্ড স্টেডিয়াম’ মাতাতে যাচ্ছেন গুরু জেমস বিনোদন

লন্ডনের ‘মাইল এন্ড স্টেডিয়াম’ মাতাতে যাচ্ছেন গুরু জেমস

ফয়সাল হাবিব সানি : ভক্তদের কাছে ‘গুরু’ হিসেবেই বেশি পরিচিত বাংলা ব্যান্ড সংগীতের জীবন্ত কিংবদন্তি রকস্টার ‘নগরবাউল জেমস’। সম্প্রতি জানা যায়, আয়োজক ‘নেক্সট স্টেজ ইভেন্ট’ এর আয়োজনে জেমস মাতাতে যাচ্ছেন লন্ডনের ‘মাইল এন্ড স্টেডিয়াম’। আসন্ন ২৬-২৭ মে ‘বাংলাদেশ ফেস্টিভ্যাল’ নামক আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করতে দেখা যাবে এই জীবন্ত কিংবদন্তিকে।  

মূলত, লন্ডনে বসবাসরত বাঙালিদের প্রাণের মিলনমেলার একটা বড় অংশ এই ‘বাংলাদশ ফেস্টিভ্যাল’। এই মিলনমেলায় বাংলাদেশি ছাড়াও অন্যান্য জাতি-গোষ্ঠীর মানুষের বিশেষ সমাগম ঘটে থাকে। উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে নগরবাউল জেমস সহ বাংলাদেশি ও লন্ডনের স্থানীয় শিল্পীরা সংগীতের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করে থাকবেন। 

এদিকে, আয়োজক প্রতিষ্ঠানের কর্মকর্তা আব্দুল্লাহ মাহমুদ গণমাধ্যমকে জানান, ‘প্রত্যেক বছরই এই আয়োজন করা হয়ে আসছে। প্রকৃতপক্ষে, বাংলার গৌরবদীপ্ত ঐতিহ্য ও সংস্কৃতি নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ও ছড়িয়ে দেবার লক্ষ্যেই এই আয়োজন করা হয়ে থাকে। এবারের আয়োজনে বাউল গান, যাত্রাপালা থাকবে, থাকবে বাংলা খাবারের ব্যবস্থাও।’
 
ছবি: সংগৃহীত