Opu Hasnat

আজ ২২ মে বুধবার ২০২৪,

বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব জাতীয়

বুধবার ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব

বুধবার (০৮ মে) ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রসচিব বিনয় মোহন কোয়াত্রা । সফরকালে তিনি পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন।

গত ২০ এপ্রিল ভারতের পররাষ্ট্রসচিবের ঢাকায় আসার কথা ছিল। সে অনুযায়ী দুই পক্ষ প্রস্তুতিও নিয়েছিল। তবে অনিবার্য কারণে সে সফর স্থগিত করা হয়। এখন নতুন করে সফরের তারিখ নির্ধারিত হলো।

ভারতে ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ১ জুন পর্যন্ত এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করবেন।  

সফর নিয়ে ঢাকা-দিল্লি উভয়পক্ষ প্রস্তুতি নিচ্ছে। সে লক্ষ্যেই বিনয় মোহন কোয়াত্রার এ সফর। ঢাকা সফরকালে পররাষ্ট্রসচিব ছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন।

২০২২ সালের ১ মে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে দায়িত্ব নেন বিনয় মোহন কোয়াত্রা। তিনি গত বছর ফেব্রুয়ারিতে ফরেন অফিস কনসালটেশন (এফওসি) বৈঠকে যোগ দিতে ঢাকায় এসেছিলেন। এবার দ্বিতীয় দফায় ঢাকায় আসছেন।