নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে অসুস্থ হয়ে হাসপাতালে সোহম চক্রবর্তী বিনোদন / 
ফয়সাল হাবিব সানি: ‘অমানুষ’ সিনেমা খ্যাত টালিউড চিত্রনায়ক সোহম চক্রবর্তী। বর্তমানে অসুস্থ হয়ে তিনি ভারতের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
জানা যায়, প্রচণ্ড গরমে লোকসভা নির্বাচনের প্রচারে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েন এই চিত্রনায়ক। এখন হাসপাতালে চিকিৎসকের গভীর পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এদিকে, তার অসুস্থতার খবরে শঙ্কিত হয়ে পড়েন তার ভক্ত-অনুরাগীরা।
প্রসঙ্গত, গেল সপ্তাহ থেকেই মালদহ ও মুর্শিদাবাদে ভোটের প্রচারে ব্যস্ত সময় অতিবাহিত করেন সোহম। অপরদিকে, নির্বাচনী প্রচারণার পূর্বে পরীমণির সঙ্গে ‘ফেলু বক্সী’ এবং মিঠুন চক্রবর্তীর সঙ্গে ‘শাস্ত্রী' সিনেমা দুটির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন টালিউডের দর্শকপ্রিয় এই অভিনেতা।
ছবি: সংগৃহীত