Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু বরিশাল

বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের ৩ জনের মৃত্যু

বরিশাল বাকেরগঞ্জে নিয়ামতি ইউনিয়ানের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের ৩ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) ইউনিয়নের ঢালমারা গ্রামেরমের মোল্লার বাড়ী সংলগ্ন জলাশয়ে পল্লী বিদ্যুতের তার ছিড়ে পরে থাকে ওই এলাকার বিদ্যুৎ লাইন বন্ধ করা হয়নি। শনিবার বেলা ১১ টার দিকে স্থানীয় বাসিন্দা সুলতান মোল্লার নাতী সালমান (৫) খেলতে খেলতে বৈদ্যুতিক তারের কাছে গিয়ে স্পর্শ করে এবং বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করে। এই দৃশ্য দেখে তার বোন রেজবী (৯) দৌড়ে ছোট ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। কিছুক্ষণ পর সন্তানদের এমন অবস্থায় দেখে ছুটে যান তাদের মা সোনিয়া বেগম (৩০)। তিনিও তার সন্তানদের স্পর্শ করার সাথে সাথে বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। 

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহতর ঘটনা জানতে পেরে ছুটে যান বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আফজাল হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ গোলাম মোস্তফা, বাকেরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার, গোবিন্দ চন্দ।

এলাকাবাসি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের বিচারের দাবী জানান।