Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

নগরকান্দায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু ফরিদপুর

নগরকান্দায় হিট স্ট্রোকে ব্যবসায়ীর মৃত্যু

তীব্র তাপদাহে হিট স্ট্রোকে জাতীয়তাবাদী হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য ফ্রন্ট  নগরকান্দা উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ব্যবসায়ী শ্যামল সাহার (৫৫) মৃত্যু হয়েছে।

রবিবার দুপুর ২ টায় নগরকান্দা উপজেলা পরিষদের গেট সংলগ্ন নিজ হোটেলের ক্যাশ টেবিলে বসা অবস্থায় হিট স্ট্রোকে আক্রান্ত হলে তাকে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষন পরই তিনি মারা যান। মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।  

নগরকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জয়দেব কুমার সরকার বিষযটি নিশ্চিত করেছেন। 

শ্যামল সাহার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রবিবার রাত ৮ টায় শেষ ইচ্ছা অনুযায়ী তাকে নিজ বাড়ির পাশে সমাহিত করা হয়েছে।

শ্যামল সাহার মৃত্যুতে গভীর শোক ও  শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।