Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

মাগুরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত মাগুরা

মাগুরায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় মাগুরায় আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস উদ্যাপন উপলক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশ স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তৃতা করেন, পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, অতিরিক্ত জেলা প্রসাসক মোঃ আব্দুল কাদের, জেলা আনসার বি ডি পি কমাডেন্ট চন্দন দেব নাথ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার জহুর ই আলম ও স্থানীয় নেতৃবৃন্দ। বক্তাগন ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ আলোকপাত করেন। 

অনুষ্ঠানে জেলার সকল সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিস্ক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় আওয়ামীলীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্তার শান্তি কামনা করে বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

এই বিভাগের অন্যান্য খবর