Opu Hasnat

আজ ২২ মে বুধবার ২০২৪,

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার জাতীয়

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা মঙ্গলবার

১৪৪৫ হিজরি সনের পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল ফিতরের তারিখ নির্ধারণের লক্ষ্যে মঙ্গলবার (০৯ এপ্রিল) জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে।

সোমবার (০৮ এপ্রিল) ইসলামিক ফাউন্ডেশন জানিয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মুকাররম সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো. ফরিদুল হক খান।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১০ বা ১১ এপ্রিল ঈদুল ফিতর উদযাপিত হবে। মঙ্গলবার চাঁদ দেখা গেলে ২৯ রমজান শেষে ১০ এপ্রিল আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান পূর্ণ হয়ে ঈদ উদযাপিত হবে ১১ এপ্রিল।