Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত মাগুরা

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত

মাগুরায় যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে, জেলা আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান সকালে স্থানীয় নোমানিময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে দিনের কর্মসূচির সূচনা করেন। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ ও পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা ২৫ মার্চ কালো রাতের গণহত্যায় সকল শহীদদের স্মরণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করে। এরপর ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত হয়। 

জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা, সিভিল সার্জন শামিম কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু নাছির বাবলু, পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক খুরশিদ হায়দার টুটুল ও ন্থানীয় নেতৃবৃন্দ। 

আলোচনা সভা শেষে ২৫ মার্চ কালো রাতের গণহত্যায় সকল শহীদদের আত্তার মাগফেরাত কামনা করে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত করা হয়।