ঈদুল ফিতরে অপরাধ বন্ধে রাজবাড়ীতে নানামূখি উদ্যোগ রাজবাড়ী / 
আসন্ন ঈদুল ফিতরে মার্কেটে ও বাজারে চুরি ছিনতাইসহ সব ধরনের অপরাধ বন্ধে নানামূখি পদক্ষেপ গ্রহন করেছে রাজবাড়ী থানা পুলিশ। তারই ধারাবাহিকতায় শনিবার দুপুরে রাজবাড়ী থানা প্রাঙ্গনে থানার সকল বাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অপরাধ বন্ধে গ্রহন করা হয়েছে বিভিন্ন উদ্যোগ।
মত বিনিময় সভায় রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইফতেখায়রুল আলম প্রধানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস অপস) মুকিত সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী সদর থানা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ডাঃ আব্দুর রহিম মোল্লা। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, রাজবাড়ীর বাজার ব্যাবসায়ী সমিতির সহসভাপতি মোঃ জাকির হোসেন, ব্যাবসায়ী আবুল হোসেন গাজী, আব্দুল লতিফ লাল, মানিক বিশ্বাস, ফরিদ হোসেন প্রমুখ।
এ সময় প্রধান অতিথির বক্তৃতায় রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ডস অপস ) মুকিত সরকার বলেন, অপরাধ বন্ধে রাত দশটার পর থেকে বন্ধ থাকবে সকল প্রকার দোকানপাঠ, শুধু জরুরি প্রয়োজনীয় দোকান খোলা রাখা যাবে, বাজারে ব্যাবসায়ীদের নিরাপত্তায় সিসি ক্যামেরা বাধ্যতামূলক, প্রত্যেকটি বাজারে নিরাপত্তা প্রহরী নিয়োগ করতে হবে। আর মাদকের ব্যাপারে জিরো ট্রলারেন্স। মাদক সেবী বা ব্যাবসায়ী দেখলেই পুলিশকে খবর দিতে হবে।