Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

ছাতকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু সুনামগঞ্জ

ছাতকে ন্যায্য মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

সুনামগঞ্জের ছাতকে বানিজ্য মন্ত্রণালয়ের অধিন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) ডিলারদের মাধ্যমে খোলা বাজারে ন্যায্য মূল্যের পণ্য সামগ্রী বিক্রি শুরু করা হয়েছে।

শনিবার সকালে শহরের কাস্টম রোডস্থ আমিরা এন্টারপ্রাইজের উদ্যোগে ভুক্তাদের মধ্যে পণ্য বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফার্টিলেইজার এসোসিয়েশন ( বিএফএ) উপজেলা শাখা সভাপতি ও  টিসিবি ডিলার কদরিছ খান, ওএমএস ডিলার বাবুল রায়, টিসিবি ডিলার ইদ্রীস খান, টিসিবি ডিলার হাজী আতিক মিয়া প্রমূখ। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তাফা মুন্না বলেন সরকার ভুর্তকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি করছে বাজার স্থিতিশীল রাখার জন্য অসহায় দরিদ্র মানুষের মধ্যে নিদৃষ্ট কার্ডধারী লোক ছাড়া অন্য মানুষের কাছে পণ্য বিক্রি করা দন্ডনিয় অপরাধ। অবৈধভাবে বিক্রি করলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।  মশুর ডাল কেজি ৬০টাকা, সোয়াবিন তেল ১০০ টাকা  লিটার, ছোলা ৫৫ টাকা কেজি, চাল ৩০ টাকা কেজিতে বিক্রি করা হয়।