Opu Hasnat

আজ ২১ এপ্রিল রবিবার ২০২৪,

আগামী এক বছরে ফরিদপুরে ১০০ লাইব্রেরি স্থাপন করা হবে ফরিদপুর

আগামী এক বছরে ফরিদপুরে ১০০ লাইব্রেরি স্থাপন করা হবে

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ বলেন,  আগামী এক বছরে ফরিদপুর জেলায় ১০০ টি লাইব্রেরি স্থাপন করা হবে। তিনি আরো বলেন, ফরিদপুরের যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানে খুব শীঘ্রই শহীদ মিনার নির্মান করা হবে। 

বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের নগরকান্দা হেলিপ্যাড চত্বরের মুক্ত মঞ্চে নগরকান্দা উপজেলা প্রশাসন আয়োজিত অমর একুশে গ্রন্থ মেলার সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  

নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার কাফী বিন কবির এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা তিলক কুমার ঘোষ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কবি তুষার দাস, কবি ফরিদ কবির, নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার, নগরকান্দা পৌরসভার মেয়র নিমাই চন্দ্র সরকার, সহকারী কমিশনার ভুমি সোনিয়া হোসেন জিসান, নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুর রহমান প্রমুখ। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।