Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

করোনায় দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি, আক্রান্ত ৬৮, সুস্থ ৫৩ স্বাস্থ্যসেবা

করোনায় দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি, আক্রান্ত ৬৮, সুস্থ ৫৩

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরন করেন ২৯,৪৮৪ জন।

এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৬৮ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৪৭,৬২০ জন।

এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ৫৩ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২০,১৪,৭৯৭ জন।

সোমবার (১২ ফেব্রুয়ারী ‘২৪) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

এই বিভাগের অন্যান্য খবর