Opu Hasnat

আজ ১৪ জুলাই রবিবার ২০২৪,

৭০ রানের ব্যবধানে পিজিওন স্পোটিং ক্লাবের জয় নীলফামারী

৭০ রানের ব্যবধানে পিজিওন স্পোটিং ক্লাবের জয়

সৈয়দপুর ম্যারীগোল্ড ক্রিকেট ক্লাব আয়োজিত জুনিয়র ক্রিকেট টুর্নামেন্ট-২০২৪ এর প্রথম রাউন্ডের তৃতীয় দিনের খেলায় অংশ নেয় পিজিওন স্পোটিং ক্লাব, বাঁশবাড়ি বনাম বেস্ট এলাভেন গোল্ড, মিস্ত্রিপাড়া। দু’দলের খেলা দারুণ উপভোগ্য ছিল। আট ওভারে পিজিওন স্পোটিং ক্লাব দলীয় রান সংগ্রহ করে ১২৯। ১৩০ রানের টার্গেট নিয়ে ব্যাটিং করতে মাঠে নামে বেস্ট এলাভেন গোল্ড, মিস্ত্রিপাড়া। চার ছয় সংগ্রহ করা সত্বেও মাত্র ৬০ রান সংগ্রহ করে হেরে মাঠ থেকে বিদায় নেয়। ৭০ রানের ব্যবধানে বিজয়ী হয় পিজিওন স্পোটিং ক্লাব, বাঁশবাড়ি। এ খেলায় ম্যান অব দ্যা ম্যচ হন বিজিত দলের খেলওয়াড় সিফাত। 

মঙ্গলবার বিকেলে সৈয়দপুর শেরে-বাংলা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।