Opu Hasnat

আজ ১ মার্চ শুক্রবার ২০২৪,

বিজয়ের শিরোপা বাঁশবাড়ি একাদশের মাথায় নীলফামারী

বিজয়ের শিরোপা বাঁশবাড়ি একাদশের মাথায়

সৈয়দপুর ম্যারীগোল্ড ক্রিকেট ক্লাব আয়োজিত অনুর্ধ ১৮বছর বয়সীদের জন্য একটি টুর্নামেন্টের আয়োজন করে। টুর্নামেন্টের প্রথম দিনের খেলা ছিল কিং অলওয়েজ কিং বনাম বাঁশবাড়ি একাদশ। ১০ ওভারে বাঁশবাড়ি একাদশের ১০৯ রানের জবাবে কিং অলওয়েজ কিং দল পারেনি কিং এর ন্যায় খেলার সেরাটি দেখাতে। আর তাই ২৯ রান বাকি থাকতেই জয়ের মুকুট চলে যায় বাঁশবাড়ি একাদশের ঘরে। অসাধারন ব্যাটিং এবং দুর্দান্ত রান সংগ্রহের নৈপুন্যতা দেখিয়ে ৭০রান সংগ্রহ করে বাঁশবাড়ি একাদশের খেলওয়াড় তওসিন সরকার তামিম ম্যান অব দ্যা ম্যাচ ঘোষিত হন। 

রবিবার (৪ ফেব্রুয়ারি) প্রথম রাউন্ডের প্রথম খেলায় বিজয়ের শিরোপা বাঁশবাড়ি একাদশের মাথায়। খেলাটি অনুষ্ঠিত হয় সৈয়দপুর শেরে-বাংলা বহুমূখী উচ্চ বিদ্যালয় মাঠে। উৎসুক দর্শক সারিতে বসে খেলা উপভোগ করেন সাবেক কাউন্সিলর সরকার কবির উদ্দীন, সিনিয়র সাংবাদিক নজরুল ইসলাম, শিক্ষাবিদ, সাংবাদিক ও কবি সৈয়দা রুখসানা জামান শানু, সাবেক সাব ইন্সপেক্টর মো: জমসেদ আলী সরকার এবং মো: মোসলেম উদ্দীন প্রমূখ।