Opu Hasnat

আজ ১২ জুন বৃহস্পতিবার ২০২৫,

ছাতকে এন জেএল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সুনামগঞ্জ

ছাতকে এন জেএল ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জের ছাতকে এন জে এল ফাউন্ডেশন সিলেটের উদ্যোগে অসহায় নারী পুরুষ হতদরিদ্র জনগোষ্ঠীর অবহেলিত শীতার্ত মানুষের মধ্যে প্রতিবছরের ন্যায় এবছর ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সিলেটের নাক কান গলা বিশেষজ্ঞ স্বনামধন্য চিকিৎসক ডা. নুরুল হুদা নাইম ও এডভোকেট রেজাউল করিম তালুকদারের অর্থায়নে শুক্রবার বিকেলে পৌর শহরের তাতিকোনা মহল্লার হাবিব উল্লাহ জামেয়া ইসলামিয়া হাফিজয়া মাদ্রাসা প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক -দোয়ারা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান মাওলানা আব্দুস সালাম আল মাদানি। 

এন জে এল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ও গত উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী এডভোকেট রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাগ্রত ছাতক বাসীর সদস্য সচিব নাজমুল হোসাইন। 

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সেক্রেটারি সাকির আমিন, সাবেক পৌর কাউন্সিলর দিলোয়ার হোসাইন, হাবিব উল্লাহ জামেয়ার মুহতামিম আলী হোসেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নেতা মিজানুর রহমান প্রমূখ।

সভায় বক্তারা বলেন আত্মা মানবতার সেবায় এন জে এল ফাউন্ডেশন বঞ্চিত মানুষের পাশে দাঁড়ায়। যেকোনো দূর্যোগ দূর্বিপাক আসলে মানবতার কল্যাণে কাজ করার প্রত্যয় নিয়ে দেশকে এগিয়ে নিতে বদ্ধ পরিকর।