Opu Hasnat

আজ ১ মার্চ শুক্রবার ২০২৪,

মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত মাগুরা

মাগুরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত

‘প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহন, নিশ্চিত করবে এসডিজি অর্জন’- এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে মাগুরায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে মাগুরা জেলা প্রশাসন এর আয়োজনে ও জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ, মাগুরা এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গন হতে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে আবার জেলা প্রশাসনের কার্যালয় অফিস প্রাঙ্গনে এসে মিলিত হয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ জাহিদুল আলম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সিভিল সার্জন ডাঃ শামিম কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা বাবলুর রহমান ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে ৪ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরন করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আব্দুল কাদের।