Opu Hasnat

আজ ১ মার্চ শুক্রবার ২০২৪,

শুভ জন্মদিন আলোময় জীবনের আলোকিত মানুষ প্রিয়া ডায়েস বিনোদন

শুভ জন্মদিন আলোময় জীবনের আলোকিত মানুষ প্রিয়া ডায়েস

ফয়সাল হাবিব সানি : পৃথিবীতে খুব অল্প মানুষই হয়ে উঠতে পারেন তাদের স্বমহিমায় আলোকিত এবং তাদের নিজস্ব আলো ছড়িয়ে করতে পারেন অন্যদেরও আলোকিত। তেমনই একজন আলোকিত মানুষ প্রিয়া ডায়েস। মডেল, অভিনেত্রী, নৃত্যশিল্পী, সঞ্চালক নানান পরিচয়েই পরিচিত তিনি। বৈবাহিক জীবনে তুমুল জনপ্রিয় অভিনেতা টনি ডায়েসের সহধর্মিণী তিনি। একটা প্রজন্ম ছিল, যেই প্রজন্ম টনি ডায়েসের নাটক দেখার জন্য টেলিভিশনের সামনে অধীর আগ্রহে বসে থাকত। বর্তমানে প্রিয়া ডায়েস তাদের একমাত্র কন্যা অহনা ডায়েস এবং স্বামী টনি ডায়েসকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। গত ২৫ নভেম্বর (শনিবার) ছিল প্রিয়া ডায়েসের জন্মদিন। এই  আলোকিত মানুষের জন্মদিনে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে তার জীবনের আগামী দিনগুলোর জন্য রইল অফুরন্ত শুভকামনা। এরই মধ্যে জন্মদিনে বিভিন্ন তারকা সহ অসংখ্য শুভাকাঙ্খীর শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হয়েছেন এবং হচ্ছেন তিনি।