Opu Hasnat

আজ ১৫ জুন শনিবার ২০২৪,

শুভ জন্মদিন আমাদের প্রিয় মানুষ বিপ্লব সাহা বিনোদনলাইফ স্টাইল

শুভ জন্মদিন আমাদের প্রিয় মানুষ বিপ্লব সাহা

ফয়সাল হাবিব সানি : নন্দিত ফ্যাশন ডিজাইনার এবং দেশের স্বনামধন্য ফ্যাশন ব্র্যান্ড ‘বিশ্বরঙ’ এর কর্ণধার বিপ্লব সাহা। মিডিয়াঙ্গনের প্রায় সকলের কাছেই অত্যন্ত প্রিয়, শ্রদ্ধাভাজন এবং পছন্দের মানুষ তিনি। মানুষকে আপন করে নিতে পারার এবং মানুষকে ভালোবাসার যেন এক অদ্ভুত শক্তি রয়েছে তার! অন্যদিকে, নিজের দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং দেশপ্রেমের টানেই দেশীয় ফ্যাশনের উৎকর্ষ সাধনে দীর্ঘদিনের এই পথচলা বিপ্লব সাহার। নির্দ্বিধায় দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ‘বিশ্বরঙ’ এর মাধ্যমে তিনি নতুন মাত্রা যুক্ত করেছেন। তবে আরও নানান প্রতিভায় প্রতিভাসিত এই মানুষের রয়েছে নানান পরিচয়। সংগীত দিয়েও দর্শক হৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। তার গাওয়া গানগুলোও প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে। সম্প্রতি, ‘Biplob Saha’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পেয়েছে তার নতুন গান ‘ও আমার নন্দিনী’। গানের সঙ্গে তার অভিনয়ও নজড় কাড়ে অসংখ্য দর্শকশ্রোতার। তবে নিজেকে যেন মাটির মানুষগুলোর সঙ্গেই একই সুতোয় বেঁধে রাখতে চান এই মানুষটা। ১ ডিসেম্বর তার শুভ জন্মদিন। তাই আমাদের প্রিয় মানুষ বিপ্লব সাহার জন্মদিনে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে তার জীবনের অনাগত দিনগুলোর জন্য রইল অফুরন্ত শুভকামনা এবং দেশীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার অবদানের ধারা অব্যাহত থাকুক এইটাই আমাদের প্রত্যাশা।