Opu Hasnat

আজ ১ মার্চ শুক্রবার ২০২৪,

শুভ জন্মদিন জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী বিনোদন

শুভ জন্মদিন জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী

ফয়সাল হাবিব সানি : দেশের চলচ্চিত্রে একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাকিবা বিনতে আলী, যিনি শাকিবা নামেই সমধিক পরিচিত। একসময় চলচ্চিত্রে তার ছিল সরব পদচারণা এবং তিনি ক্যারিয়ারে প্রায় ৪০টির মতো সিনেমা দর্শকের মাঝে উপহার দিয়েছেন। এই চিত্রনায়িকার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘জীবনের গ্যারান্টি নাই’, যেখানে তিনি ঢালিউডের অন্যতম সুদর্শন ও ‘অবুঝ দুটি মন (১৯৯৩ সালে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র)’ চলচ্চিত্রের মাধ্যমে নব্বইয়ের দশকে চলচ্চিত্রে অভিষিক্ত হওয়া চিত্রনায়ক আমিন খানের বিপরীতে অভিনয় করেছেন। যদিও ‘ভণ্ড নেতা’ চলচ্চিত্রের মধ্য দিয়ে ঢাকাই চলচ্চিত্রে তার প্রথম অভিষেক ঘটে। চলচ্চিত্রের পাশাপাশি তিনি দর্শকপ্রিয় কিছু টেলিভিশন নাটকেও অভিনয় করেছেন। শাকিবা অভিনীত অন্যান্য চলচ্চিত্রে মধ্যে ‘মাঝির ছেলে ব্যারিস্টার’, ‘বস্তির ছেলে কোটিপতি’, ‘দুর্র্ধষ’, ‘বাঁচাও দেশ’, ‘এক জবান’, ‘রূপান্তর’, ‘মাটির ঠিকানা’ প্রভৃৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য। এই চিত্রনায়িকার জন্মদিনে দেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে তার জীবনের অনাগত দিনগুলোর জন্য রইল অফুরন্ত শুভকামনা এবং সর্বদাই তার উপস্থিতি থাকুক অগণিত দর্শক হৃদয়ে।