Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

দুই বাংলাতেই মুগ্ধতা ছড়াচ্ছে রণজয় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত বিনোদন

দুই বাংলাতেই মুগ্ধতা ছড়াচ্ছে রণজয় ভট্টাচার্যের কণ্ঠে শ্যামা সঙ্গীত

ফয়সাল হাবিব সানি : ‘প্রেমে পড়া বারণ’ খ্যাত দুই বাংলায় (বাংলাদেশ ও ভারত) আলোড়ন সৃষ্টিকারী গানের গীতিকার রণজয় ভট্টাচার্য। সম্প্রতি, কালীপুজোতে জনপ্রিয় শ্যামাসঙ্গীত ‘সাধ না মিটিল’ নবাঙ্গিকে নব সুরে গেয়ে বাংলাদেশ ও ভারত দুই বাংলাতেই প্রশংসিত হচ্ছেন বর্তমান প্রজন্মের ভারতীয় এই বিখ্যাত গীতিকার, সুরকার, সঙ্গীত পরিচালক ও কণ্ঠশিল্পী। এটিই তার গাওয়া প্রথম কোনো শ্যামাসঙ্গীত। 

হিন্দু ধর্মাবলম্বীদের কালীপুজায় শ্যামা সঙ্গীত যেন তাদের ঐতিহ্যের ধারক, বাহক ও স্মারকরূপে চিহ্নিত হয়ে রয়েছে চিরাচরিতভাবে। আর কালীপুজোর সেই আনন্দকেই যেন দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে রণজয় ভট্টাচার্যের কণ্ঠে ‘সাধ না মিটিল’। ‘Pulto Music’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে কিছুদিন পূর্বেই প্রকাশিত ৩ মিনিট ৫০ সেকেন্ড স্থায়ীত্বের রণজয় ভট্টাচার্যের কণ্ঠে এই শ্যামাসঙ্গীত নিচের দেয়া লিংকে ক্লিক করে শুনে নিতে পারেন: 
https://youtu.be/z1CEsheAHHI?si=APJEXu-1SeqC-RK2 

প্রসঙ্গত, শিলাদিত্য ভৌমিক পরিচালিত ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ভারতীয় বাংলা ‘সোয়েটার’ চলচ্চিত্রে ‘প্রেমে পড়া বারণ’ গানের কথা লেখা ও সুর করা ছাড়াও রণজয় ভট্টাচার্যের সুরে রয়েছে ‘জিয়া তুই ছাড়া’র মতো সাড়া জাগানো গান। এছাড়াও, ‘সোয়েটার’ চলচ্চিত্রের আরেকটি জনপ্রিয় গান ‘এরা সুখের লাগি’ গানটিরও মিউজিক অ্যারেঞ্জমেন্ট, প্রোগ্রামিং এবং মিউজিক প্রোডাকশন করেছেন রণজয় ভট্টাচার্য। রণজয় ভট্টাচার্য স্বপ্ন দেখতে ভালোবাসেন এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপদানেরও একজন মহান নায়ক তিনি। বর্তমানে সংগীতকে ঘিরেই তার সবটুকু ব্যস্ততা এবং সংগীতকেই যেন নিজের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রাখতে ভালোবাসেন সংগীতপ্রিয় স্বপ্নবাজ এই মানুষটা। তাইতো সংগীতই হয়ে উঠেছে তার ধ্যান, জ্ঞান ও সাধনার প্রধান উপলক্ষ্য।