শুভ জন্মদিন মিষ্টি কণ্ঠের হাস্যোজ্জ্বল সবার প্রিয় শিল্পী অনুষ্কা পাত্র বিনোদন / 
ফয়সাল হাবিব সানি : নন্দিত ভারতীয় কণ্ঠশিল্পী অনুষ্কা পাত্র। শুধু নন্দিত নয়, তাকে বিখ্যাত কণ্ঠশিল্পী হিসবে আখ্যায়িত করলেও ভুল হবে না একটুও! ভারতবর্ষ ছাড়াও এপার বাংলাতে (বাংলাদেশ) রয়েছে তার তুমুল জনপ্রিয়তা। কলকাতার গার্ডেনরিচে জন্মগ্রহণকারী অনুষ্কা খুব অল্প বয়সেই মিষ্টি কণ্ঠের মোহনীয় জাদুতে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। মাত্র তিন বছর বয়সেই গান শেখার হাতেখড়ি তার। তারপর তো সংগীতকেই নিজের জীবনের সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে রেখেছেন তিনি। তার বাবা-মায়ের অনুপ্রেরণায় বিভিন্ন অডিশনে অংশগ্রহণের মাধ্যমে সবেমাত্র ১০ বছর বয়সেই ‘জি টিভি’র (Zee Tv) জনপ্রিয় রিয়েলিটি শো ‘সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)’ তে অংশগ্রহণ করেন। কিন্তু ফাইনালে পৌঁছাবার পূর্বেই বাদ পড়তে হয় অনুষ্কাকে।
তবে থেমে থাকেননি অনুষ্কা; নিজের কঠোর পরিশ্রম এবং প্রবল আত্মবিশ্বাসকে হৃদয়ে পুঞ্জিভূত করে ২০১৯ সালে ‘জি টিভি’তে (Zee Tv) ‘সা রে গা মা পা লিটল চ্যাম্পস (Sa Re Ga Ma Pa Li'l Champs)’ প্রতিযোগিতায় টপ সেভেন ফাইনালিস্ট হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর অনুষ্কা ২০২০ সালে ‘জি বাংলা’র রিয়েলেটি শো ‘সা রে গা মা পা (Sa Re Ga Ma Pa)’র গ্রান্ড ফিনালেতে সেরা ৬ জনের মধ্যে জায়গা করে নিয়েছিলেন এবং ২০২২ সালে তিনি টেলিভিশন হিন্দি গানের অন্যতম রিয়েলিটি শো ‘ইন্ডিয়ান আইডল সিজন-১৩’ তে অংশগ্রহণ করেন এবং চূড়ান্ত অডিশনের জন্য নির্চাচিত হন। কিন্তু একসময় বাদ পড়তে হয় অনুষ্কাকে। বাদ পড়লেও অনুষ্কা যে হয়ে উঠেছেন আপন ঔজ্জ্বল্যে মহিমান্বিত ও আলোকোজ্জ্বল জীবনের সারথি। ইতোমধ্যেই বিচারকমণ্ডলী থেকে শুরু করে অনুষ্কা জিতে নিয়েছেন অগণিত মানুষের হৃদয়ের গহীনতর স্তরের অগাধ ভালোবাসা আর এভাবেই হয়তো স্রষ্টা প্রদত্ত জাদুকরী কণ্ঠের কারিশমায় তিনি একদিন জয় করে নেবেন পুরো পৃথিবী।
উল্লেখ্য, বাংলা এবং হিন্দি দুই গানেই পারদর্শী ১৬ বছর বয়সী এই বাঙালি গায়িকা এবং উভয় ভাষায় গান গেয়েই রীতিমতো দর্শক প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন কলকাতার গার্ডেনরিচের মেয়ে অনুষ্কা পাত্র। আলোকিত ও মিস্টি কণ্ঠের হাস্যোজ্জ্বল সবার প্রিয় কণ্ঠশিল্পী অনুষ্কা পাত্রের জন্মদিনে বাংলাদেশের অত্যন্ত পাঠকপ্রিয় ও তথ্যসমৃদ্ধ অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে রইল তার সাফল্যমণ্ডিত পথচলার জন্য অফুরন্ত শুভকামনা এবং ভালোবাসা।