শুভ জন্মদিন দর্শকনন্দিত কণ্ঠশিল্পী নুসরাত কৃতি বিনোদন / 
ফয়সাল হাবিব সানি : গানের মানুষ নুসরাত কৃতি। নিজস্ব আঙ্গিকে গান গেয়ে দর্শকদের হৃদয়ে মুগ্ধতা ছড়িয়েছেন এই কণ্ঠশিল্পী। দেশের সংগীতের উৎকর্ষ সাধনেই যেন তার ভাবনা এবং সংগীতকে ঘিরেই তার নিত্যদিনের ব্যস্ততা। তার গাওয়া অন্যান্য গানের মধ্যে ‘কল্পনার রঙ’, ‘সুখের ঠিকানা’, ‘চলো আপন মায়ায়’, ‘মনের গহীনে তুই’ প্রভৃতি গানে মুগ্ধ হয়েছেন দর্শক। তার কভার করা গানগুলোও পেয়েছে ঈর্ষণীয় দর্শকপ্রিয়তা। নিজের গাওয়া গানে বেশ কয়েকবার মডেলও হয়েছেন তিনি।
এছাড়াও, গানের জনপ্রিয় টেলিভিশন অনুষ্ঠানগুলোতে গান পরিবেশন করতে দেখা যায় নুসরাত কৃতিকে। সুরেলা এই কণ্ঠশিল্পীর জন্মদিনে বাংলাদেশের পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে রইল তার উজ্জ্বল পথযাত্রার জন্য অনেক অনেক শুভকামনা।