‘কানু-রাধা’ হলেন দেবতনু-রাতাশ্রী, বারিষের কথায় পূজায় মিউজিক্যাল শর্ট বিনোদন / 
ফয়সাল হাবিব সানি : সম্প্রতি দুর্গাপূজায় মুক্তি পেয়েছে মিউজিক্যাল শর্ট ‘কানু-রাধা’। অভিষেক চৌধুরী পরিচালিত মিউজিক্যাল শর্ট ‘কানু-রাধা’ এরই মধ্যে বেশ প্রশংসিত হচ্ছে। এতে অভিনয় করেছেন দেবতনু এবং রাতাশ্রী দত্ত। দেবতনু বর্তমানে একজন সম্ভাবনাময় অভিনেতা এবং রাতাশ্রী দত্ত এপার-ওপার বাংলাতেই জনপ্রিয় অভিনেত্রী হিসেবে এরই মধ্যে স্বমহিমায় সমুজ্জ্বল।
গানটির কথা লিখেছেন বহুল আলোচিত ‘ভালোবাসার মরশুম’, ‘জিয়া তুই ছাড়া’ খ্যাত গানের গীতিকার বারিষ এবং গানটির সুর করেছেন চন্দ্রদীপ সাহা।
উল্লেখ্য, চন্দ্রদীপ সাহা ইতঃপূর্বে ‘ভালোবাসার মরশুম’ গানটির মিউজিক অ্যারেঞ্জমেন্ট করেছিলেন।
অন্যদিকে, এই মিউজিক্যাল শর্টটিকে ঘিরে গানটির সঙ্গে সংশ্লিষ্ট সকলেই বেশ আশাবাদী ছিলেন এবং গানটি ‘ac fimls’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে প্রকাশের পরপরই বেশ দর্শকনন্দিত হচ্ছে। এটি প্রকাশের পর তা যেন পূজার আনন্দকেই দ্বিগুণ বাড়িয়ে দিয়েছিল।