Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

প্রকাশিত হলো আরেফিন জিলানী-আইরিন ইরানি অভিনীত শর্টফিল্ম বিনোদন

প্রকাশিত হলো আরেফিন জিলানী-আইরিন ইরানি অভিনীত শর্টফিল্ম

ফয়সাল হাবিব সানি : মোহাম্মদ জিয়াউল কবীর শুভ’র গল্পে এবং পরিচালনায় ‘‘World Entertainment’ অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে শর্টফিল্ম ‘একটি সত্য ঘটনা অবলম্বনে’।

শর্টফিল্মটিতে বনি চরিত্রে অভিনয় করেছেন এ প্রজন্মের উল্লেখযোগ্য অভিনেতা আরেফিন জিলানী এবং পূণ্নমা চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় মডেল ও অত্যন্ত সম্ভাবনাময় অভিনেত্রী আইরিন ইরানি। শর্টফিল্মটি প্রযোজনা করেছেন শেখ মোঃ রানা বাদল এবং শর্টফিল্মটিতে আরেফিন জিলানী-আইরিন ইরানি ছাড়াও অভিনয় করেছেন রেজাউল আলম রাজন, আশা মজিদ রোজি, মীর হুমায়ূন কবীর, প্রদীপ কুমার প্রমুখ। 

প্রসঙ্গত, মোমেনা চরিত্রে আশা মজিদ রোজি, জয়নাল চৌধুরী চরিত্রে রেজাউল আলম রাজন, সামাদ চরিত্রে মীর হুমায়ূন কবীর, ভিক্ষুক চরিত্রে প্রদীপ কুমার শর্টফিল্মটিতে অভিনয় করেছেন। 

এছাড়াও, ১৪ মিনিট ১২ সেকেন্ড স্থায়ীত্বের শর্টফিল্মটিতে কাস্টিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আরিফ খান; DOP করেছেন ভাস্কর জনি; সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন রিফাত, উল্লাস রায়, আকাশ; আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করেছেন আলামিন; এডিটিংয়ের কাজ করেছেন সাইদুজ্জামান সোহেল; কালারের কাজ করেছেন দেলোয়ার হোসেন সুমন; লাইট গ্রাফার হিসেবে কাজ করেছেন দাউদ খান এবং প্রোডাকশন ডিজাইনার হিসেবে কাজ করেছেন মোঃ আলী নিলয়। 

সবমিলিয়ে রহস্যাবৃত কিছুটা হরর ঘরানার শর্টফিল্মটি কিছুক্ষণের জন্য হলেও দর্শকদের বিনোদনের রসদ জোগাবে। এরই মধ্যে প্রশংসিতও হচ্ছে শর্টফিল্মটি।