শুভ জন্মদিন গণমানুষের প্রিয় শিল্পী সাব্বির নাসির বিনোদন / 
ফয়সাল হাবিব সানি : গণমানুষের প্রিয় শিল্পী হিসেবে গণমানুষের হৃদয়ের মণিকোঠায় জায়গা করে নিয়েছেন সাব্বির নাসির। তার প্রতিটা গানই পেয়েছে আকাশচুম্বী জনপ্রিয়তা। তার অত্যন্ত প্রশংসিত গানগুলোর মধ্যে ‘বিনোদিনী রাই’, ‘আমারে দিয়া দিলাম তোমারে’, ‘আধা’, ‘শশীকান্ত ধর’, ‘নাইয়া’, ‘মনের ব্যথা’ প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য।
১৯৯৮ সালে সংগীত থেকে দীর্ঘ বিরতির পর আবারও ২০১৭ সালে সংগীত ভুবনে প্রত্যাবর্তন করেন তিনি। তার জন্মদিনে বাংলাদেশের অত্যন্ত পাঠকপ্রিয় ও জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘টাইমটাচ নিউজ ডটকম’ এর পক্ষ থেকে তার সংগীত জীবনের জন্য রইল অনেক অনেক শুভকামনা এবং আলোকিত এই শিল্পীর জন্য ভালোবাসা।