Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২ সুনামগঞ্জ

বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে ভারতীয় চিনিসহ আটক ২

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ৪ হাজার কেজি চিনি সহ দু’জনকে আটক করেছে। সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর থানার এসআই আমিমুল এহসান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় অভিযান পরিচালনা করে ৪ হাজার কেজি ভারতীয় চিনি, ২টি পিকআপ ভ্যানসহ  ২জন চোরাকারবারিকে আটক  করেন।
 
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার ভোর সোয়া ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর থানাধীন সালামপুর গ্রামস্থ সুনামগঞ্জ থেকে তাহিরপুরগামী পাকা রাস্তার উপর এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাকারবারের সাথে জড়িত আব্দুল্লাহ (৩৫) ও মোঃ গিয়াস উদ্দিন (৪০) নামের দুজনকে ভারতীয় চিনি সহ আটক করে অভিযানে অংশ নেয়া পুলিশ সদস্যরা। আটককৃত একজন (আব্দুল্লাহ) নেত্রকোনা জেলার কলমাকান্দা থানাধীন বিশমপুর গ্রামের আব্দুর রউফ এর ছেলে অপরজন (গিয়াস উদ্দিন) সিলেট জেলার বিশ্বনাথানার ফাটাকইন গ্রামের মৃত জবেদ আলীর ছেলে।

পুলিশ জানিয়েছে,আটককৃত আসামিদ্বয়ের নিকটে থাকা দু’টি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪ হাজার কেজি (৮০ বস্তা) ভারতীয় চিনি ও চিনি পরিবহনে ব্যবহৃত দু’টি পিকআপ জব্দ করা হয়েছে এবং উদ্ধারকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজার মূল্য ৪ লক্ষ টাকা। এ সময় গ্রেফতারকৃত আসামিদ্বয় জব্দকৃত ভারতীয় চিনি আমদানী সংক্রান্ত কোনো কাগজপত্র দেখাতে পারে নাই। আসামিদ্বয় চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে আনা ভারতীয় চিনি বিক্রির উদ্দেশ্যে নিজেদের কাছে রাখায় তাদের বিরুদ্ধে বিশ্বম্ভরপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে এবং  আসামিদ্বয়কে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই বিভাগের অন্যান্য খবর