নগরকান্দায় ২৪৫ বোতল ফেনসিডিলসহ আটক ১ ফরিদপুর / 
ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিন কান্দিগ্রাম থেকে ২৪৫ বোতল ফেনসিডিলসহ নাঈম নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এ সময় নগরকান্দা থানা পুলিশ একটি নছিমন, একটি ব্রিফকেচ, ১৫ টি ঝুড়ি জব্দ করেছে।
মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে নগরকান্দা থানা অফিসার ইনচার্জ মিরাজ হোসেন এর দিকনির্দেশনায় এসআই সেলিম ও এএসআই মনিরুজ্জামান নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার কাইচাইল ইউনিয়নের দক্ষিনকান্দি গ্রাম থেকে তাকে আটক করে।
জানা যায়, চুয়াডাঙ্গা জেলার দর্শনা পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মামুন ইসলামের ছেলে নাঈম। মঙ্গলবার সকালের দিকে তিনটি বস্তার মধ্যে ২৪৫ বোতল ফেনসিডিল নিয়ে নগরকান্দা উপজেলার দক্ষিন কান্দি নামক জায়গায় অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। আটকের পর উপস্থিত জনতার সামনে ফেনসিডিলের বোতল গণনা করা।
নগরকান্দা থানার ওসি মিরাজ হোসেন বলেন, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মাদকসহ নাইমকে আটক করেছে। এই চক্রের সাথে আরো কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিযন্ত্রণ আইনে মামলা দায়ের করা ।