Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল : আমির হোসেন আমু রাজনীতি

বাংলাদেশ  সাম্প্রদায়িক সম্প্রীতির  মডেল : আমির হোসেন আমু

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পৃথিবীতে  মডেল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য, ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু এমপি। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে  শুভেচ্ছা বার্তায় তিনি এ মন্তব্য করেন।

আমির হোসেন আমু বলেন,  সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। সব ধর্ম ও বর্ণের মানুষের এমন সহাবস্থান পৃথিবীতে বিরল। 

আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির এই বন্ধনকে অটুট রেখে বাংলাদেশকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে নিতে হবে।

শুভেচ্ছা বার্তায়  আমির হোসেন আমু  হিন্দু সম্প্রদায়কে বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে বলেন, দেশের উন্নয়ন অগ্রযাত্রা ব্যাহত করতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশ ও মানুষের কল্যাণের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে তারা কখনো দেশের  বন্ধু নয়, তারা  মানুষের  কল্যাণ চায় না। সেই অপশক্তি মোকাবিলায় মুক্তিযুদ্ধের চেতনায় শুভ শক্তির ঐক্যবদ্ধ থাকার  বিকল্প নেই। 

১৪ দলের সমন্বয়ক আমির হোসেন আমু  বলেন, সব ধর্মের মানুষ যেন শান্তিপূর্ণভাবেই যার যার ধর্ম পালন করতে   তা নিশ্চিত করতে  কোনো অবস্থাতেই সাম্প্রদায়িক অশুভ শক্তির অপতৎপরতা সম্প্রীতির এ বাংলাদেশে সহ্য করা হবে না।

এই বিভাগের অন্যান্য খবর