Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পৃথিবীতে বিরল : শেখ পরশ রাজনীতি

বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পৃথিবীতে বিরল : শেখ পরশ

বাঙালির সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য পৃথিবীতে বিরল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রোববার শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাজধানীর সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দূর্গা পূজার মন্ডপ পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে  তিনি  এ কথা বলেন। 

শেখ পরশ বলেন  বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির ঐতিহ্য। সব ধর্ম ও বর্ণের মানুষের নিজ নিজ ধর্ম পালন  নিশ্চিত করতে  যা যা করনীয়  সব ধরনের  পদক্ষেপ গ্রহণ করেছেন রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।

তিনি বলেন আবহমান বাংলার হাজার বছরের ঐতিহ্য সম্প্রীতির এই বন্ধনকে অটুট রাখতে  প্রধানমন্ত্রী  শেখ হাসিনার নেতৃত্বে  বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

অনুষ্ঠান মঞ্চে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলকে ফুল দিয়ে  স্বাগত জানান সিদ্ধেশ্বরী কালী মন্দির কমিটির সভাপতি ও  যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল। এসময় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাইনুদ্দিন  রানা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের  উপ দপ্তর সম্পাদক দেলোয়ার শাহজাদা, উপ ধর্ম   বিষয়ক সম্পাদক হরেকৃষ্ণ বৈদ্য, কার্যনির্বাহী কমিটির সদস্য ইন্জিনিয়র মুক্তার  হোসেন চৌধুরী কামাল,  সাংবাদিক মানিক  লাল ঘোষ,  কেন্দ্রীয় সদস্য গৌতম গাঙ্গুলি, সাইদুর রহমান জুয়েল,  ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান সহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই বিভাগের অন্যান্য খবর