Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭ স্বাস্থ্যসেবা

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৫৭

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও ২ হাজার ৩৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২ হাজার ৩৫৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এরমধ্যে ঢাকাতে ৬৭১ জন এবং ঢাকার বাইরে এক হাজার ৬৮৬ জন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২ হাজার ৫১৮ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে ঢাকায় বিভিন্ন হাসপাতাল থেকে ৭৪৯ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৭৬৯ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ৩ জন ঢাকাতে এবং ৬ জন ঢাকার বাইরে মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৯৬৭ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে ঢাকাতে ৬২৭ জন এবং ঢাকার বাইরে ৩৪০ জন মারা যান।