Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

দুর্গাপুরে ৫ জুয়াড়ি আটক নেত্রকোনা

দুর্গাপুরে ৫ জুয়াড়ি আটক

নেত্রকোনার দুর্গাপুরে ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। এ-সময় তাদের কাছ থেকে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকা জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে। 

স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার লক্ষ্মীপুর এলাকার একটি বাড়ির ভিতরে জুয়ার আসর থেকে তাদেরকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, লক্ষ্মীপুর গ্রামের ফারুক (৩৪), শফিকুল ইসলাম (৪২), মোঃ হাফিজুল ইসলাম (২৯), বারমারী গ্রামের মোঃ সাইফুল ইসলাম (৩৫), সাতাশি গ্রামের মোঃ ইসলাম (৩৪)। 

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, তাদের বিরুদ্ধে মামলা করে আদালতে সোর্পদ করা হয়েছে। এ ভাভিযান অব্যাহত থাকবে।