Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

মাগুরায় চার জুয়াড়ী গ্রেফতার মাগুরা

মাগুরায় চার জুয়াড়ী গ্রেফতার

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া বাজারের মোঃ কামাল মিনা এর চায়ের দোকানের মধ্যে জুয়া খেলা অবস্থায় গতরাতে চার জুয়াড়িকে আটক করেছে মহম্মদপুর থানা মাগুরা পুলিশ। 

আটককৃতরা হলেন- মোঃ শিহাব উদ্দিন (৪৫), পিতা-মৃত ফুল মিয়া, গ্রাম- বালিদিয়া শেখপাড়া, সৈয়দ মানজারুল ইসলাম (৩০), পিতা- সৈয়দ আশরাফ আলী, গ্রাম- বালিদিয়া দক্ষিণপাড়া,  মোঃ কাবুল মোল্যা (৩৬), পিতা- মৃত ময়েন উদ্দিন মোল্যা ওরফে জয়নাল গাছি, গ্রাম- হরেকৃষ্ণপুর মাদ্রাসাপাড়া, মোঃ হাফিজুর রহমান (৪৬), পিতা- হাবিবুর রহমান, গ্রাম- কুলুম। গত রাতেঘুমাতে  সাড়ে আটটার দিকে তাদেরকে আটক করেন। আটকের সময় জুয়াড়িদের কাছে থেকে পাওয়া যায়  ৫২ সেট তাস, নগদ সাত হাজার দুইশত পঞ্চাশ টাকা।

বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ বোরহান উল ইসলাম। এ ব্যাপারে মহম্মদপুর থানায় মামলা হয়েছে।