Opu Hasnat

আজ ৩০ সেপ্টেম্বর শনিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী, মেলা ও আলোচনা সভা বাগেরহাট

মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‌্যালী, মেলা ও আলোচনা সভা

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে উদ্ভাবনে স্থানীয়  সরকার’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে  নানা কর্মসূচি  পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে ১৭ সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী স্থানীয় সরকার উন্নয়ন মেলার আয়োজন করা হয়েছে।

সোমবার সকালে এ মেলার উদ্বোধন  করেন উপজেলা  নির্বাহী অফিসার  এসএম তারেক সুলতান। সোমবার সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী উপজেলা সদর প্রদক্ষিণ করে। 

পরবর্তীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার এস এম তারেক সুলতান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী  কমিশনার (ভূমি) মো. রুহুল কুদ্দুস,  উপজেলা প্রকৌশলী  মো. আরিফুল ইসলম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ  সম্পাদক  প্রভাষক এইচ এম জসিম উদ্দিন,  সাংবাদিক  শাহ আলম তালুকদার, গনেশ পাল প্রমুখ। 

আলোচনা সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ,  পৌরসভার কাউন্সিলরবৃন্দ ও সাংবাদিক  বৃন্দ।

মেলায় প্রদর্শনার্থীরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এর মধ্যে সরকারের বিভিন্ন উন্নয়নের চিত্র তুলে ধরা হয়েছে। এছাড়াও বিভিন্ন স্কুল-কলেজের ছাত্র ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। 

এই বিভাগের অন্যান্য খবর