সৈয়দপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত নীলফামারী / 
নীলফামারীর সৈয়দপুরেও আন্তর্জাতিক সাক্ষরতা দিবস - ২০২৩ পালিত হয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে সৈয়দপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও এক আলোচনা সভার আয়োজন করা হয়। সৈয়দপুর উপজেলা পরিষদ মিলনায়তনে “পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার” দিবসের এবারের প্রতিপাদ্যের ওপর ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফয়সাল রায়হানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা অফিসার মো. জাকির হোসেন সরকার।
এতে অন্যান্যদের মধ্যে আলোচনায় অংশ নেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মরিয়ম নেছা, প্রধান শিক্ষক মো. ইলিয়াছ, প্রধান শিক্ষক মেহেতাব উল শহীদ কামাল, শাহিনা বেগম আমিনুর রহমান বিপু ও শিবলী রহমান প্রমূখ।
এর আগে দিবস উপলক্ষে একটি র্যালি বের করা হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র্যালিটি বের হয়ে উপজেলা সড়ক, বিমানবন্দর সড়ক প্রদক্ষিণকরে। র্যালিতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অংশ নেন।