Opu Hasnat

আজ ২৪ সেপ্টেম্বর রবিবার ২০২৩,

ব্রেকিং নিউজ

ছাতকে বনগাঁও দাখিল মাদ্রাসা সড়কের বেহাল দশা! সুনামগঞ্জ

ছাতকে বনগাঁও দাখিল মাদ্রাসা সড়কের বেহাল দশা!

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাংলাদেশ - ভারত সীমান্ত এলাকার জনচলাচলের রাস্তা গুলোর অবস্থা অত্যান্ত নাজুক। জামেয়া ইসলামিয়া বনগাঁও দাখিল মাদ্রাসা সড়কের বেহাল দশা। দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙ্গে খানা খন্দ স্থানে স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় জনচলাচল চরম দুর্ভোগে পৌঁছেছে।স্কুল মাদ্রাসার ছাত্র -ছাত্রীরা নিরাপদে চলতে পারছেনা।দুর্ঘটনা নিত্য সঙ্গী হয়ে আছে। একটু বৃষ্টিতেই সড়ক গুলোতে যানবাহন  ও মানুষ জন প্রানের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে রাস্তা দিয়ে। এসব ঝুঁকি পূর্ণ রাস্তা দিয়ে প্রতি দিন জামেয়া ইসলামিয়া বনগাঁর দাখিল মাদ্রাসার প্রায় পাঁচ শতাধিক ছাত্র -ছাত্রী, ইছামতী বাজার, বৈশাকান্দি বাহাদুর পুর,গাংপার নোয়াকুট সহ আরও কয়েকটি গ্রামের মানুষ প্রতিদিন প্রানের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। 

স্থানীয় বাসিন্দা এডভোকেট জাহাঙ্গীর আলম রাসেল জানান, আমরা সীমান্ত এলাকার মানুষ রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ট সহ নাগরিক সুযোগ সুবিধায় পিছিয়ে থাকায় অত্যান্ত মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। 

ইসলাম পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সুফি আলম সোহেল জানান, এই রাস্তা গুলো সংস্কারের জন্য আমরা সরকারের কাছে জুর দাবি জানিয়েছি। রাস্তা গুলো বড় আকারের হওয়ায় স্থানীয় সংসদ সদস্য সংস্কারের কথা থাকলেও মানুষের দুর্ভোগ লাগবের কথা বিবেচনা করে আমাদের পরিষদের সাধ্যনুযায়ী বিগত বছরে পাঁচশ ফুট রাস্তা পাকা করেছি।

এই বিভাগের অন্যান্য খবর