Opu Hasnat

আজ ২৯ নভেম্বর বুধবার ২০২৩,

ছাতকে মামার হাতে ভাগিনা খুন! সুনামগঞ্জ

ছাতকে মামার হাতে ভাগিনা খুন!

সুনামগঞ্জের  ছাতকে সালিশ বৈঠকে হামলায় নিহত হয়েছেন সাদির হোসেন নামের এক যুবক । রবিবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে  উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের বানায়ত-  গ্রামে এ ঘটনা ঘটেছে । সাদির হোসেন (৩০) বানায়ত গ্রামের মনর আলীর ছেলে । হামলাকারীরা একই গ্রামের এবং সাদির হোসেনের নিকটাত্মীয় বলে জানাগেছে। 

পুলিশ ও স্থানীয় একাধিক সুত্র জানায়, গ্রামের আবাছ আলীর ছেলে মনছব আলী  এবং মনর আলীর ছেলে  সাদির হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে  একটি মামলার বিরোধ সংক্রান্ত বিষয় নিয়ে রাতে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়।সাদির হোসেনের মামা হন মনছব আলী। মামা-ভাগিনার মধ্যের বিরোধের বিষয়ে সাদির হোসেন'র বাড়িতে সালিশ বৈঠক চলাকালে এ হামলার ঘটনা ঘটে। 

রাতে সালিশ বৈঠকে ৪০ হাজার টাকা লেন-দেনের ঘটনা নিয়ে উভয় পক্ষের লোকজন উত্তেজিত হয়ে পড়েন।এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হলে মনছব আলী সহ লোকজনের হামলায় আহত হয় সাদির হোসেন। গুরুতর আহত সাদির হোসেনকে রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। 

এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ শাহ আলম জানান, হত্যা সংক্রান্ত বিষয়ে কোন এজাহার হয়নি। কেউ আটক ও হয়নি।

এই বিভাগের অন্যান্য খবর