ছাতক পৌর সভার অফিস সহকারী রতনের দুর্ব্যবহারে সেবা গ্রহিতাগণ অতিষ্ঠ সুনামগঞ্জ / 
সুনামগঞ্জের ছাতক পৌর সভার অফিস সহকারী আসাদুজ্জামান রতনের দুর্ব্যবহারে সেবাগ্রহীতাগণ অতিষ্ঠ। জানাযায়, অফিস সহকারী আসাদুজ্জামান রতনের কাছে জন্ম নিবন্ধনের ফাইল জমা দিতে গেলে সেবা গ্রহিতারা প্রতিনিয়ত দুর্ব্যবহারের শিকার হন।পৌর এলাকার দুর দুরান্ত থেকে সেবা নিতে আসা লোকজন তার কাছে হয়রানির শিকার হয়ে থাকেন। সার্ভারের সমস্যার অযুহাত দেখিয়ে দুই তিন মাস তার কাছে ফাইল আটকে রাখার বিষয়টি তিনি নিজেই স্বীকার করেছেন।
৪ আগষ্ট সোমবার সকালে জনৈক সেবা গ্রহিতা রতনের কাছে জন্ম নিবন্ধনের জন্য ফাইল জমাদিতেগেলে তিনি ওই সেবাগ্রহীতার সাথে অশালীন আচরণ করেন। সেবাগ্রহীতা জানতে চান আমি জন্ম নিবন্ধন কবে পাব। মূহুর্তের মধ্যে রতন রেগে গিয়ে বলেন।এখন দিয়ে কি এখন নিয়ে যেতে চান।অনেকের তিন মাস ধরে ফাইল পড়ে আছে। সেবা গ্রহিতা আন্তরিকতার সাথে জানতে চান আমারটা কবে পাব। আবারও রেগে গিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে বলেন এক সপ্তাহ পরে ম্যাসেজ যাবে।এ
সময় অন্যান্য সেবাগ্রহীতারা তাকে শান্ত করতে চাইলে তিনি তাদের সাথেও রাগারাগি করতে দেখাগেছে।এতে পৌর সভা অফিসের পরিবেশ যেমন অসান্ত হয়ে উঠছে। অন্য দিকে সেবাগ্রহীতারা প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছেন।
এ ব্যাপারে পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির কাছে জানতে চাইলে তিনি জানান, আমি বিষয়টি জানলাম কোন সেবাগ্রহীতার সাথে এরকম আচরণ করা ঠিক হয়নি। বিষয়টি গুরুত্বের সাথে দেখবো।