করোনায় দেশে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ২২, সুস্থ ১১ স্বাস্থ্যসেবা / 
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘন্টায় একজনের প্রানহানি হয়েছে। এ পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুবরন করেন ২৯,৪৭৭ জন।
এসময় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২২ জন। ফলে করোনা ভাইরাসে মোট আক্রান্ত হয়েছেন ২০,৪৫,৪০৮ জন।
এ সময় ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গহীন রোগীসহ সুস্থ হয়েছেন ১১ জন। ফলে মোট সুস্থ হয়েছেন ২০,১২,৯০৩ জন।
রবিবার (৩ সেপ্টেম্বর ‘২৩) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে, করোনাভাইরাসে থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয় এ বিজ্ঞপ্তিতে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য মতে, ২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।