জাতীয় পার্টি কারো ক্ষমতার সিড়ি হতে চায় না : আলহাজ্ব জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ / 
সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে দ্বাদশ জাতীয় সংসদ নিবার্চনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়ে লাঙল প্রতীক নিয়ে নির্বাচন করতে ভোটের মাঠে ভোটারদের সাথে গণসংযোগকালে জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য সাপ্তাহিক সীমান্ত কন্ঠ পত্রিকার প্রকাশক আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন জাতীয় পার্টি কারো ক্ষমতার সিড়ি হতে চায় না। ৩ শ আসনে একক প্রার্থীদিয়ে পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের নেতৃত্বে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে এগিয়ে যাবে জাতীয় পার্টি।আবাদ সুষ্ঠ শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে পূনরায় ক্ষমতায় যেতে চায় জাতীয় পার্টি।পল্লী বন্ধু আলহাজ্ব হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করলে জনগণ উপকৃত হবে।
তিনি শুক্রবার দিনব্যাপী গণসংযোগকালে এসব কথা বলেছেন। উপজেলার হাসনাবাদ, কালারুকা, জাউয়া বাজার সজ কয়েকটি এলাকায় গণসংযোগে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক পার্টি সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা জাতীয় পার্টি প্রচার ও প্রকাশনা সম্পাদক ডা. খলিলুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুস ছালিক মিলন তালুকদার, উপজেলা যুব সংহতি সভাপতি জুবেদ আলী, মনির মিয়া, সোহেল মিয়া প্রমূখ।