Opu Hasnat

আজ ১৯ জুলাই শুক্রবার ২০২৪,

মোরেলগঞ্জ ২১ আগস্ট উপলক্ষে আ’লীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ বাগেরহাট

মোরেলগঞ্জ ২১ আগস্ট উপলক্ষে আ’লীগের বিক্ষোভ মিছিল ও  প্রতিবাদ সমাবেশ

২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার প্রতিবাদে ও হামলাকারীদের ফাঁসির দাবিতে বাগেরহাটের মোরেলগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

২১ শে আগষ্ট  সোমবার বেলা ১১টায় উপজেলা ও পৌর যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন উপজেলা যুবলীগ আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান  মোজাম্মেল হক মোজাম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক অ্যাড. তাজিনুর রহমান পলাশ ও পৌর যুবলীগের আহ্বায়ক আসাদুজ্জামান বিপু।

প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি, স্থানীয় সংসদ  সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আমিরুল আলম মিলন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। অন্যান্যের মধ্যে আলোচনা করেন ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার, সাবেক চেয়ারম্যান মাহমুদ আলী, আওয়ামী লীগ নেতা রাজীব আহসান রাজু, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম প্রমুখ। 

এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ দলে সকল অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেয়।

এ সময় বক্তারা, ২১ আগস্ট বর্বোরিত গ্রেনেড হামলা মামলায় দন্ডিতদের দ্রুত বিচারের রায় কার্যকর করা দাবী জানান।