Opu Hasnat

আজ ৪ ডিসেম্বর সোমবার ২০২৩,

এনায়েতপুরে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ

এনায়েতপুরে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খুকনী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।

খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি,  সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম ও খুকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া প্রমুখ।