এনায়েতপুরে আ’লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত সিরাজগঞ্জ / 
আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে সিরাজগঞ্জের এনায়েতপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে খুকনী ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের কার্যনির্বাহী সদস্য ও সিরাজগঞ্জ -৬ আসনের সংসদ সদস্য প্রফেসর মেরিনা জাহান কবিতা।
খুকনী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা শাহজাহান আলীর সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় এনায়েতপুর থানা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আহম্মেদ মোস্তফা খান বাচ্চু, সাধারণ সম্পাদক আজগর আলী বিএসসি, সহসভাপতি রাশেদুল ইসলাম সিরাজ, শাহজাদপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুস্তাক আহমেদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক শামছুল আলম ও খুকনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মুল্লুক চাঁদ মিয়া প্রমুখ।