Opu Hasnat

আজ ১৩ জুন শুক্রবার ২০২৫,

পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত খুলনা

পাইকগাছায় আ’লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে  আওয়ামীলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার ইকবাল মন্টুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এড. সোহরাব হোসেন সানা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ইন্জিনিয়ার মাহাবুব আলম। 

বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সমীরন কুমার সাধু,যুগ্ন সাধারণ সম্পাদক আনন্দ মোহন, প্রভাষক মইনুল ইসলাম, যুবনেতা এস,এম, রেজাউল হক, একরামুল হক,এম,এম, আজিজুল হাকিম,পৌর ছাত্রলীগের রায়হান পারভেজ রনি  প্রমুখ । 

অনুরূপভাবে লস্কর ইউনিয়ন আওয়ামী লীগ লস্কর ইউনিয়ন পরিষদ চত্বরে বিভূতি ভূষণ সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে এম আরিফুজ্জামান তুহিন।