Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত মাগুরা

মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত

‘টেকসই দুগ্ধ শিল্প, সুস্থ্য মানুষ, সবুজ পৃথিবী’ এই প্রতিপাদ্যে শুক্রবার মাগুরায় বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। দিনটি পালন উপলক্ষে জেলা প্রাণিসম্পদ দপ্তর ও ডেইরী উন্নয়ন প্রকল্প, মাগুরার আয়োজনে বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। কর্মসূচির মধ্যে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীতে জেলা প্রাণিসম্পদ দপ্তরে কর্মকর্তা-কর্মচারী, ডেইরী উন্নয়ন প্রকল্পের বিভিন্ন স্তরের লোক ও পশু খামারের মালিক, কর্মচারী অংশগ্রহন করে। র‌্যালী শেষে প্রাণিসম্পদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মাগুরা জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আ হা ম শামিমুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোফাজ্জেল হেসেন ও স্থানীয় নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরন করা হয় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।