Opu Hasnat

আজ ১৯ মার্চ মঙ্গলবার ২০২৪,

সৈয়দপুরে জৈষ্ঠ সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা নীলফামারী

সৈয়দপুরে জৈষ্ঠ সাংবাদিকদের নিয়ে ফ্যাক্ট চেকিং বিষয়ক কর্মশালা

সৈয়দপুরে ফ্যাক্ট চেকিং বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ইন্টারনিউজ’র সহায়তায় এবং বেসরকারী উন্নয়ন সংস্থা-সিসিডির আয়োজনে মঙ্গলবার নীলফামারীর সৈয়দুপরে ১০জন জৈষ্ঠ সাংবাদিকগণকে নিয়ে দিনব্যাপী শহরের মানব বর্জ্য শোধনাগার ও জৈব সার প্লান্টের সেমিনার কক্ষে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।  আসন্ন সংসদ সদস্য নির্বাচনকে সামনে রেখে অনেক রকম ভুল তথ্য, অপতথ্য, মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডা ছড়াতে পারে। সেই আশংকা থেকেই সাংবাদিকদের সতর্ক করার জন্য এই কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার মূল বিষয় ছিল কীভাবে সন্দেহজনক তথ্য, ছবি কিংবা ভিডিও ডিজিটালের মাধ্যমে যাচাই করা যায় এবং বিভিন্ন ওয়েব সাইটের মাধ্যমে ফ্যাক্ট চেক করে সত্য সংবাদ প্রকাশ ও প্রচার করাই সিসিডির লক্ষ্য। 

কর্মশালায় অংশ নেন ইত্তেফাকের আমিরুজ্জামান, সংবাদের কাজী জাহিদ, দৈনিক যুগান্তর এবং টাইমটাচ নিউজ এর সাংবাদিক কবি সৈয়দা রুখসানা জামাসন শানু, প্রথম আলোর সৈয়দপুর ও পার্বতীপুর প্রতিনিধি এম আর আলম ঝন্টু, কালের কণ্ঠের তোফাজ্জল হোসেন লুতু, আজকের পত্রিকার জসিম উদ্দিন, ভোরের কাগজের জিকরুল হক, মানবকণ্ঠের নওশাদ আনসারী, সমকালের আমিরুল হক আরমান, নিয়্যু নেশনের মেহেরুন নিসা এবং সময় টেলিভিশন ও সৈয়দপুর প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেন বাদল। 

কর্মশালা পরিচালনা এবং মডারেট করেন এখন টেলিভিশনের সৈয়দপুর ব্যুরোর রিপোর্টার আমিরুল লতিফ বাপ্পি।