Opu Hasnat

আজ ৪ জুন রবিবার ২০২৩,

সৈয়দপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা সভা নীলফামারী

সৈয়দপুরে স্মার্ট ভূমি সেবা সপ্তাহে শোভাযাত্রা ও আলোচনা সভা

স্মার্ট ভূমি সেবা শ্লোগান কে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২২ মে) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল রায়হান আলোচনা সভায় সভাপতিত্ব করেন। সভার শুরুতে সৈয়দপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আমিনুল ইসলাম স্মার্ট ভূমি সম্পর্কিত বিস্তারিত তুলে ধরেন। আলোচনায় অংশ নেন উপজেলা ভাইস চেয়ারম্যান সানজিদা বেগম লাকী, শিক্ষক হাফিজউদ্দিন,  সহকারি ভূমি কর্মকর্তা আশিকুর রহমান প্রমুখ।

এর আগে সৈয়দপুর উপজেলা পরিষদ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্ত-কর্মচারি, রাজনীবিদ, সাংবাদিকরা অংশ নেন। এই সেবা সপ্তাহটি আগামি ২৮ মে চলবে। এসময় ভূমি নির্ধারিত বুথে সেবা প্রদান করা হবে।